দুই বছর পর রাজধানীসহ দেশের সর্বত্র খোলা মাঠে ঈদের জামাত 

ডেস্ক রিপোর্ট

বৈশ্বিক অতিমারি করোনার ধকল কাটিয়ে দীর্ঘ দুই বছর পর রাজধানীর জাতীয় ঈদগাহসহ দেশের সর্বত্র খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে ৮টা ৩৭ মিনিটে জাতীয় ঈদগাহে নামাজ শেষ হয়। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঈদের প্রধান জামাত নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়। তবে সম্প্রতি দেশে করোনা ভাইরাসের প্রকোপ নিম্নমুখী। সেই সঙ্গে নেই বিধিনিষেধও। এতে দীর্ঘসময় পর আবারও পুরনো চেহারায় ফিরেছে ঈদ উৎসব।

জাতীয় ঈদগাহে নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। এ জামাতে নামাজ আদায় করেছেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রাজধানীসহ দেশের সর্বত্রই ঈদের দুই রাকাত নামাজ শেষে ঈদের বিশেষ খুতবা পাঠ করা হয়। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে মুনাজাত করা হয়। জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

one pherma

২ বছর পর এবার সারদেশে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। তবে এবার স্বাস্থ্য-সংক্রান্ত কোনো বিধিনিষেধ না থাকলেও মসজিদের প্রবেশ করা অনেকের মুখেই মাস্ক দেখা যায়।

এর আগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায় ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও আরও চারটি জামাত সেখানে অনুষ্ঠিত হয়েছে।

ইবাংলা/টিএইচকে/৩ মে, ২০২২

Contact Us