শ্রীলঙ্কাকে ওষুধ সামগ্রী সহায়তা বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

চরম অর্থনৈতিক মন্দায় পড়া শ্রীলঙ্কাকে ওষুধ সামগ্রী সহায়তা দিচ্ছে বাংলাদেশ। বর্তমানে খাদ্য সামগ্রীর পাশাপাশি ওষুধের চরম সঙ্কট মোকাবিলা করছে দেশটি।বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই ওষুধ সামগ্রী হস্তান্তর করা হবে।

Islami Bank

অর্থনৈতিক মন্দার কারণে শ্রীলঙ্কায় খাদ্য সামগ্রীর পাশাপাশি ওষুধের চরম সঙ্কট রয়েছে। ফার্মেসিগুলোতে অনেক ঘুরেও মিলছে না ওষুধের দেখা। মন্দার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দেশটির স্বাস্থ্যখাত।

one pherma

প্রয়োজনীয় অনেক ওষুধ ফুরিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বৈদেশিক মুদ্রার অভাবে ওষুধের মতো জীবন রক্ষাকারী পণ্য আমদানি করতে পারছে না দেশটি। ফলে শ্রীলঙ্কাকে ৮৫ শতাংশ ওষুধই বাইরের দেশ থেকে আমদানি করতে হয়।

ইবাংলা/ এসআর / ০৪ মে, ২০২২

Contact Us