উত্তরায় প্রাইভেটকার ও সিএনজি সংঘর্ষে নিহত

ডেস্ক রিপোর্ট

রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আটক করা হয়েছে প্রাইভেটকার চালক বুলবুল আহমেদকে।

Islami Bank

বৃহস্পতিবার (৫ মে) ভোরে উত্তরা ১৩ নম্বর সেক্টর সিঙ্গারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক প্রথমে সিএনজি চালক তৈবুর আলী (৬৫) ও পরে যাত্রী তাইফুর রহমান রাতুলকে (২৮) মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) সাহিন আল রশিদ জানান, ভোরে সিঙ্গারের মোড় এলাকায় প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়। তাদের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহমেদকে পুলিশ হেফাজতে নেওযা হয়েছে।

one pherma

এসআই জানান, নিহত তৈবুর আলীর বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়। তিনি যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় থাকতেন। আর সিএজিযাত্রী তাইফুর রহমান রাতুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

ইবাংলা/ এসআর / ০৫ মে, ২০২২

Contact Us