রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে আলোচনায় বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

নিষেধাজ্ঞার ধরন নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বিশ্বের উন্নত ৭ দেশের সংগঠন জি সেভেন মিত্রদের সাথে আলোচনা করবেন বাইডেন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনায় দেশটিকে এই সংকটে সবধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন বাইডেন।

তিনি বলেন, জেলেনস্কি আমাকে স্পষ্টভাবে রাশিয়ার বিপক্ষে দাঁড়ানোর অনুরোধ করেছেন, দাঁড়াতে বলেছেন ইউক্রেনের মানুষের সাথে। রাশিয়ার ওপর জি-৭ ভূক্ত দেশগুলো বড় রকমের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। তবে কী ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে মার্কিন মিত্ররা, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

বাইডেন বুধবার (৫মে)বলেছেন, তিনি রাশিয়ার ওপর অতিরিক্ত অবরোধ আরোপে আগ্রহী। বিষয়টি নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে তিনি জি৭ ভুক্ত দেশগুলোর সাথে আলোচনা করবেন।

ইউক্রেনে রক্তাক্ত হামলার দায়ে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন নতুন করে তেলসহ আরো কিছু নিষেধাজ্ঞা জারির পরিকল্পনার ঘোষণা দেয়। এর পর পরই বাইডেন বলেন, আমরা সবসময়ই আরো অবরোধ আরোপের পক্ষে।

তিনি আরো বলেন, চলতি সপ্তাহে আমি জি৭ভুক্ত দেশগুলোর সাথে আমরা কি করবো না করবো তা নিয়ে আলোচনায় বসবো।

ইবাংলা/ এসআর / ০৫ মে, ২০২২

Contact Us