তালেবানদের বিজয় উল্লাসে অনবরত আকাশে গুলি

ই বাংলা আন্তর্জাতিক ডেস্ক :

আকাশে বন্দুক উঁচিয়ে গুলি ছুঁড়ে বিজয় উল্লাস করছে তালেবানরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে আফগানিস্তানে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।

তারই ধারবাহিকতায় আফিগানিস্তানে নিরাপত্তার আদলে মার্কিন সেনাদের কর্তৃত্ব চালায় মার্কিনীরা। প্রায় দুই দশক পর আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৩১ আগস্ট) আফগানিস্তান থেকে মার্কিন সেনা চলে যাওয়ার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনে সোমবার এক সংবাদ সম্মেলনে এই সেনা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। তিনি বলেন, আমি এখানে আফগানিস্তান থেকে প্রত্যাহার এবং মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়ার সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করতে এসেছি।

তিনি বলেন, আমরা যাদের আনতে চেয়েছিলাম তাদের সবাইকে নিয়ে আসতে পারিনি। কিন্তু আমি মনে করি, যদি আমরা আরও ১০ দিন থাকতাম তাহলেও আমরা যাদের নিয়ে আসতে চাইছিলাম তাদের সবাইকে বের করে আনতে পারতাম না। সেখানে থাকা মানুষরা তখনও হতাশ হতো। এটি একটি কঠিন পরিস্থিতি।

মার্কিন সেনাদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার প্রশংসা করেছে তালেবান। এটিকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলেও বর্ণনা করেছে তারা। তারা বলছে, আফগানিস্তান এখন ‘পুরোপুরি স্বাধীনতা’ পেয়েছে। ম্যাকেঞ্জি জানান, সোমবার দিনগত রাত ১২টার এক মিনিট আগে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ একটি বড় সি-১৭ সামরিক পরিবহন বিমান ছেড়ে আসে।

এর আগে চলতি বছরের শুরুর দিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের জন্য ৩১ আগস্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরপর দুটি হামলার ঘটনার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আমেরিকার শেষ ফ্লাইটটি কাবুল ছাড়ে। সূত্র : আল জাজিরার।

ইই

Contact Us