ফুলবাড়ীর মহেশপুর দাদন ব্যবসায়ীর হামলা, নারীসহ আহত ৭

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি

ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির মহেশপুর গ্রামে দাদনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দাদন ব্যবসায়ী মোঃ জিয়ারুল ইসলাম জিয়ার হামলায় একই গ্রামের নারী ও পুরুষসহ ৭জন গুরুত্বর আহত।

Islami Bank

সোমবার (১৬ মে) ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির মহেশপুর গ্রামের মজিবর রহমানের পুত্র মোঃ জিয়ারুল ইসলাম জিয়া দীর্ঘদিন ধরে গ্রামের মানুষকে চড়া সুদে টাকা ঋণ দিতেন। সুদের টাকা পরিশোধ করে দেওয়ার পরেও ক্ষান্ত না হয়ে আবারও জিয়ারুল ইসলাম জিয়া সুদের টাকা দাবি করেন এলাকার লোকজনের কাছে।

এই ঘটনাকে কেন্দ্র করে জিয়ারুল ইসলাম জিয়া মহেশপুর গ্রামে তার দলবল নিয়ে গিয়ে বিকেল ৩টায় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে বাড়িতে ঢুকে মহিলা ও পুরুষসহ ৭জনকে কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেল ৪টায় চিকিৎসার জন্য ভর্তি করান।

এদের মধ্যে গুরুত্বর আহতরা হলেন, মোছাঃ লাকি (১৮), পিতা- আতিয়ার রহমান আতি, মোঃ জাহাঙ্গীর আলম (২৬) পিতা- খেতাব উদ্দিন, মোঃ হাবিবুর রহমান (২৫), পিতা- মৃত আব্দুল বাকি, মোছাঃ নারগিস বেগম (২৫), পিতা- মোঃ বাবু ইসলাম, মোঃ লাবু ইসলাম (২০), পিতা- আতিয়ার রহমান, মোঃ সুমন (১৯), পিতা- বাবু ইসলাম, মোঃ আতিয়ার রহমান (৪০) পিতা-অজ্ঞাত, গ্রাম- মহেশপুর, উপজেলা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর।

one pherma

এদের মধ্যে ৬জন গুরুত্বর আহত। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ফুলবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম জানান, মহেশপুর গ্রামের মোঃ মজিবর রহমানের পুত্র জিয়ারুল ইসলাম জিয়া দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের কাছে টাকা দাদন দিয়ে অতিরিক্ত চড়া সুদে সেই টাকা আদায় করে আসছিলেন।

এলাকার মানুষকে সর্বশান্ত করেছে। এখন টাকা আদায়ের ক্ষেত্রে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। ফুলবাড়ী থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

ইবাংলা/টিএইচকে/১৬ মে, ২০২২

Contact Us