নড়াইলে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরূদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

Islami Bank

স্থানীয় ইউনিয়নবাসীর আয়োজনে সোমবার (১৬ মে) তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইমদাদুল ইসলাম, প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল, আওয়ামী লীগ নেতা আজিমুজ্জামান আজু, লিয়ন প্রমুখ।

বক্তারা বলেন সম্প্রতি তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহায়ক পদে যথাযথ প্রক্রিয়ায় ২জনের নিয়োগ দেয়া হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য খান আতাউর রহমান সুজন ও আলাউদ্দিন বিশ্বাস একটি পদে অর্থের বিনিময়ে তাদের পছন্দের লোক নিয়োগ দেয়ার জন্য কমিটির নিকট প্রস্তাব দিয়ে ব্যর্থ হন।

one pherma

এরপর তারা ক্ষুব্ধ হয়ে একাধিক নাশকতা মামলার আসামী যুবদল নেতা সিহাবুর রহমান সিহাবকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। নিয়োগে দুর্নীতি অনিয়মের অভিযোগ এনে বিভিন্ন গণমাধ্যমে প্রধান শিক্ষক ও সভাপতির বিরূদ্ধে অপ্রপচার চালিয়ে যাচ্ছেন।

তারা অপপ্রচার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি ও বিদ্যালয়ের ভাবমুর্তি ক্ষুন্ন করে চলেছেন। এমনকি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার পায়তারা চালাচ্ছেন। বক্তারা শিক্ষা বিধ্বংসি এহেন কার্যকলাপ বন্ধ পূর্বক তদন্ত সাপেক্ষে অপপ্রচারকারিদের বিরূদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

ইবাংলা/টিএইচকে/১৬ মে, ২০২২

Contact Us