আসন্ন বাজেট অধিবেশন শুরু ৫ জুন

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন বসছে আগামী ৫ জুন। এই অধিবেশনেই ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হবে।

Islami Bank

বুধবার (১৮ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী পাঁচ জুন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন।

one pherma

২০২২-২৩ অর্থবছরের বাজেট আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট। এর আগে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন গত ২৮ মার্চ থেকে শুরু হয়ে ৬ এপ্রিল শেষ হয়।

ইবাংলা / জেএন / ১৮ মে, ২০২২

Contact Us