রাসেলের নারী ক্রিকেট দল ৬ উইকেটে ইন্দিরা রোডকে হারালো

ডেস্ক রিপোর্ট

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লীগে জয়লাভ করেছে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ২নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৬ উইকেটে হারিয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে।

Islami Bank

প্রথমে ব্যাটিং পাওয়া ইন্দিরা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে ৩২ ওভারেই ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৭ রান।

বিজয়ী দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করেন উইকেট রক্ষক ফারজানা আক্তার লিসা। ইলা মল্লিক করেন ২৯ রান। এরপর অপরাজিত থেকে বাকী ২০ রান সংগ্রহের মাধ্যমে রাসেলের বিজয় নিশ্চিত করেন অধিনায়ক শোভানা মুস্তারি।

one pherma

এর আগে প্রিয়াঙ্কা মালিক, ইসমত জাহান ইমু এবং ইয়ামিম রূপা একটি করে উইকেট শিকারের মাধ্যমে ইন্দিরা রোডকে কম রানে বেঁধে রাখতে গুরুত্বপুর্ন ভুমিকা রাখেন। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রান তুলেছেন ওপেনার হালিমাতুল সাদিয়া। অধিনায়ক নুসরাত জাহান করেন ২৯ রান।

ইবাংলা / জেএন / ১৮ মে, ২০২২

Contact Us