বেড়েই চলছে যমুনা নদীর পানি, ক্ষতিগ্রস্ত ফসলি জমি

ডেস্ক রিপোর্ট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মানিকগঞ্জের শিবালয়ের আরিচার যমুনা নদীতে গত ১২ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ২.১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি।

সোমবার (২৩ মে) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা গেছে এবং পানি উন্নয়ন বোর্ডের স্তর পরিমাপক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. ফারুক হোসেন বলেন, শিবালয়ের আরিচার যমুনা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ১২ ঘণ্টায় আরিচার যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়েছে। আরও ৪ থেকে ৫ দিন এই পানি বাড়তে পারে।

তিনি আরও বলেন, গত ১২ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি বেড়ে ৬.৩৯ সেন্টিমিটার আছে। আরিচার যমুনা পয়েন্টের পানির বিপৎসীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে ৮.৫৪ সেন্টিমিটার। উজান থেকে নেমে আসা পানি যমুনা নদী ও কিছু পানি আশপাশের শাখা শুকনো নদীতে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে যমুনা নদীর চরাঞ্চলে ফসলি জমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা।

জানা গেছে, যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে প্রতিদিন নদীর চরাঞ্চল ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকার বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে ফসল। পাকা ধান ও পাটসহ বিভিন্ন ধরনের সবজি বাগান পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষকরা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইবাংলা/টিএইচকে/২৩মে,২০২২

Contact Us