শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক-লিটন জুটিই সেরা

ডেস্করিপোর্ট

প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে পেলেই যেন জ্বলে ওঠেন মুশফিকুর রহিম। দেশে কিংবা শ্রীলঙ্কার মাটিতে যেখানেই হোক, ব্যাট হাতে মুশফিকুর রহিম উজ্জ্বল। নিজের প্রথম ডাবল সেঞ্চুরির ইনিংসটাও খেলেছেন এই শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালে গলে। মোহাম্মদ আশরাফুলকে নিয়ে সেবার লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েন দুজন।

Islami Bank

পঞ্চম উইকেটে মুশফিক-আশরাফুল জুটি থেকে আসে ২৬৭ রান। দীর্ঘ ৯ বছর পর সেই রেকর্ড ভেঙেছে বাংলাদেশের মাটিতে। এবারও রয়েছেন মুশফিক, সঙ্গে লিটন দাস।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ঢাকা টেস্টে প্রথম দিনে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বিপাকে পড়া দলকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান মুশফিক ও লিটন। প্রথম দিনে দুজনেই তুলে নেন শতক।

one pherma

গতকাল প্রথম দিনের খেলা শেষে মুশফিক অপরাজিত থাকেন ১১৫ আর লিটন থাকেন ১৩১ রানে। দ্বিতীয় দিনের শুরুতে আরও ৩৫ মিনিট ব্যাটিং করেছেন দুজন। তাতেই ভেঙেছেন ৯ বছরের পুরনো রেকর্ড। আজ সকালে দুজনের জুটি ভাঙার আগে যোগ করেন ১৯ রান। তাতে ছাড়িয়ে গেছেন ২০১৩ সালের ২৬৭ রানের জুটিটাকে। লিটন-মুশফিকের জুটি থেমেছে ২৭২ রানে।

শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই নয়, বাংলাদেশের ক্রিকেটে সবমিলে তৃতীয় সর্বোচ্চ রানের জুটিও এখন লিটন-মুশফিকের ২৭২ রান। ২০১৭ সালে নিউজিল্যান্ডের মাটিতে মুশফিক-সাকিবের ৩৫৯ রানের জুটি রয়েছে এক নম্বরে। দুই নম্বরে রয়েছে খুলনায় করা তামিম ইকবাল ও ইমরুল কায়ের ৩১২ রানের জুটি।

ইবাংলা /জেএন /২৪ মে,২০২২

Contact Us