যেভাবে ব্যবহার করা যায় লিপস্টিক

ডেস্ক রিপোর্ট

সাধারণত নারীরা সাজতে পছন্দ করে। সাজার যা কিছু আছে, তার ভেতর লিপস্টিক ‘জনপ্রিয়’। আর যিনি লিপস্টিক পছন্দ করেন, তাঁর কালেকশনে অন্তত ১০টি লিপস্টিক থাকবেই। মহামারীকালে মাস্কের নিচেও লিপস্টিকের ব্যবহার চলেছে।

ঠোঁট রাঙাতে লিপস্টিকের ব্যবহার তো সবসময়ই। তবে লিপস্টিক কিন্তু আরও বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন। জেনে নিন কীভাবে—

ত্বকের দাগ ঢাকতে ব্যবহার করতে পারেন লিপস্টিক। ত্বক উজ্জ্বল হলে কালার কারেক্টর হিসেবে ব্যবহার করতে পারেন পিচ অথবা কোরাল কালারের লিপস্টিক ত্বক অপেক্ষাকৃত কম উজ্জ্বল হলে কমলা রঙের লিপস্টিক বযবহার করুন। যেখানে দাগ রয়েছে সেখানে লিপস্টিক লাগিয়ে আঙুল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

এরপর ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে নিন। জমকালো মেকআপের সঙ্গে ক্রিম কনটুরিং করে নিতে পারে। যদি ডার্ক কালারের কনসিলার না থাকে, তবে ডার্ক কালারের লিপস্টিকটাই ব্যবহার করুন। কনটুরিং এরিয়াগুলোতে ডার্ক ব্রাউন লিপস্টিকটি লাগিয়ে ব্লেন্ড করে নিন। উজ্জ্বল দেখাবে সাজ।

অনেক সময় লিপস্টিক ভেঙে যায়। এ ধরনের লিপস্টিক দিয়ে বানিয়ে ফেলতে পারেন লিপবাম। একটি পাত্রে খানিকটা পেট্রোলিয়াম জেলি নিয়ে ভেঙে যাওয়া লিপস্টিক টুথপিক দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। প্রয়োজন মতো বের করে ব্যবহার করুন লিপবাম হিসেবে। ব্লাশার হিসেবে ব্যবহার করা যায় লিপস্টিক। অল্প লিপস্টিক আঙুলে লাগিয়ে ত্বকে ব্লেন্ড করে নিন।

ইবাংলা /জেএন /২৪ মে,২০২২

Contact Us