পুলিশ কর্মকর্তার বাসা থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ডেস্ক প্রতিবেদক

রাজধানীর রমনা এলাকায় এক অতিরিক্ত আইজিপির বাসা থেকে ১৪ বছর বয়সী শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Islami Bank

বুধবার (১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিকের রমনা অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন। রমনা থানার ডিউটি অফিসার এসআই মফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

one pherma

মফিজুর রহমান জানান, ওই বাসায় গৃহকর্মীর মৃত্যুর কথা জানতে পেরে সেখানে যায় পুলিশ। বাসার বারান্দায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত করা হবে। সূত্র : দ্য ডেইলি স্টার

ইবাংলা/টিএইচকে/২জুন,২০২২

Contact Us