যুক্তরাষ্ট্রে ১ দিনের মাথায় ফের বন্দুক হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টুলসা এলাকায় ফের একটি হাসপাতালে বন্দুক হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় বন্দুকধারীসহ অন্তত ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জুন) মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

Islami Bank

মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা ৫২ মিনিটে সেন্ট ফ্রান্সিস হাসপাতালে চিকিৎসকদের কার্যালয় ভবনে গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন।

গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে টুলসা পুলিশ বিভাগের উপপ্রধান এরিক ড্যালগলিশ বলেন, ‘ধারণা করা হচ্ছে, বন্দুকধারী নিজেই নিজেকে গুলি করেছে।’ তিনি আরও জানান, ঘটনার প্রায় ৪ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা ভবনের ভেতরে গুলির শব্দ শুনতে পান। ‘ভবনের দ্বিতীয় তলায় গুলি চলছিল,’ যোগ করেন তিনি।

এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি উল্লেখ করে টুলসা পুলিশের উপপ্রধান আরও বলেন, তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিচ্ছেন।

one pherma

‘হামলাকারীর হাতে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। ধারণা করা হচ্ছে, এই ২টি আগ্নেয়াস্ত্র দিয়েই তিনি গুলি করেছেন,’ যোগ করেন ড্যালগলিশ।
টুলসা শহরের মেয়র জি টি বেইনুম এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

টুলসা পুলিশ বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাকারীর বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। গত ২৪ মে টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু শিক্ষার্থী ও ২ শিক্ষক নিহতের পর গতকাল ওকলাহোমায় এই গুলির ঘটনা ঘটলো।

ইবাংলা/টিএইচকে/২জুন,২০২২

Contact Us