আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্পে ৯৫০ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্পে ৯৫০ জন নিহত এবং ছয় শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২২ জুন) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে।

Islami Bank

ইয়াসিরকে নিয়ে শ্রীলঙ্কা সফরের দল দিল পাকিস্তান ইয়াসির শাহ জুলাইতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে পাকিস্তান। দুটি ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এই সিরিজের জন্য দল ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই সফরের দলে রাখা হয়েছে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ স্পিনার ইয়াসির শাহকে। লম্বা সময় ধরে টেস্ট ফরম্যাটে দলের অন্যতম সদস্য ইয়াসির সবশেষ টেস্ট খেলেন ২০২১ সালের আগস্টে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে চোটে পড়ায় মাঝের সময়টায় ছিলেন মাঠের বাইরে।

২০১৫ সালে সবশেষ শ্রীলঙ্কা সফর করেছিল পাকিস্তান। সেবার ২-১ এ সিরিজ জয়ে দারুণ ভূমিকা ছিল ইয়াসিরের। তিন ম্যাচে ১৯.৩৩ গড়ে নেন ২৪ উইকেট। এবারও তাকে নিয়েই ১৮ জনের দল ঘোষণা করেছে পিসিবি।

one pherma

দলে নতুন মুখ সালমান আলী আগা। এই ডান-হাতি অল-রাউন্ডার প্রথম শ্রেণির ক্রিকেটে ৪ হাজার ২২৪ রান ও ৮৮ উইকেট নিয়েছেন। দলে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা মোহাম্মদ নওয়াজকে।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেট-কিপার), আব্দুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আহমেদ, হারিস রউফ, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নওমান আলী, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেট-কিপার), সৌদ শাকিল, শাহীন আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ।

ইবাংলা / জেএন / ২২ জুন,২০২২

Contact Us