শুরু হচ্ছে এক কোটি পরিবারের জন্য টিসিবি পণ্য বিক্রি

ডেস্ক রিপোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক কোটি নিম্নআয়ের পরিবারের মাঝে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এবার একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

Islami Bank

মঙ্গলবার (২১ জুন) টিসিবি জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন বুধবার (২২ জুন) সকাল থেকে এ কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, সারা দেশের নিম্নআয়ের এক কোটি উপকারভোগী পরিবারের কাছে টিসিবির পণ্য সামগ্রী (ডাল, তেল ও চিনি) ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। এ কার্যক্রম ২২ জুন থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত চলবে। তবে মাদারীপুর, শরীয়াতপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে এ কার্যক্রম ২৬ জুন থেকে শুরু হবে।

one pherma

এছাড়া, বন্যার কারণে সিলেট বিভাগের জেলাগুলোর বিক্রি কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। পরিস্থিতি বিবেচনায় বিক্রির তারিখ পরে জানানো হবে। এই কার্যক্রম ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান অথবা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে পরিচালনা করা হবে।

ইবাংলা / জেএন / ২২ জুন,২০২২

Contact Us