বণ্যপ্রাণীর দাঁত ক্রয়-বিক্রয় চক্রের সদস্যকে আটক

ডেস্ক রিপোর্ট

বণ্যপ্রাণীর দাঁত ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার টেকবাজার রেলক্রসিং এলাকার একটি ভবন থেকে তাদেরকে আটক করা হয়। এসময় প্রায় সাড়ে তিন কেজি ওজনের হাতির একটি দাঁত উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. শহিদুল আলমকে (৪০)।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে অবৈধভাবে বণ্যপ্রাণি হাতির দাঁত ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে বুধবার (২১ জুন) রাতে অভিযান পরিচালনা তাদেরকে আটক করা হয়। পরে আসামিদের হেফাজতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৩ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি হাতির দাঁত জব্দ করা হয়। জব্দ করা হাতির দাঁতের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বণ্যপ্রাণী হাতির দাঁত কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য। আসামিরা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী হাতির দাঁত অনুমতি ছাড়া অবৈধভাবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রয়-বিক্রয় করে আসছে।

ইবাংলা / জেএন / ২৩ জুন,২০২২

Contact Us