সারা দেশে বন্যায় প্রাণ গেল আরও ২৮ জনের

ডেস্ক রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় বন্যায় সারা দেশে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৭ জন সিলেট বিভাগে এবং ১ জন রংপুর বিভাগে। হস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Islami Bank

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল পর্যন্ত মোট ৪২ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে বন্যায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০ জনে।সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে।সেখানে ৪৬ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ৩ জন।

one pherma

এছাড়া ২৩ জুন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে মৃত্যু হয়েছে ১৮ জন এবং রংপুর বিভাগে ৪ জন। বন্যার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯৫ জন এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৮ জন।

ইবাংলা / জেএন / ২৩ জুন,২০২২

Contact Us