ঘরের মাঠে খেলা কতটা কঠিন টের পাচ্ছেন টাইগার ব্যাটাররা

ডেস্ক রিপোর্ট

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ভালোই বিপাকে পড়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের দেয়া ১৭৪ রানের লিড টপকাতে নেমে টপ-অর্ডারের তিন ব্যাটর ফিরেছেন সাজঘরে।

Islami Bank

ঘরের মাঠে ক্যারিবীয় বোলারদের খেলা কতটা কঠিন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন টাইগার ব্যাটাররা। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে কেমার রোচের অনেক বাইরের বল খেলতে গিয়ে তামিম ইকবাল ক্যাচ দেন উইকেট-রক্ষক জশুয়া দ্য সিলভার হাতে। টাইগার ওপেনারকে রোচ তুলে নেন ক্যারিয়ারের ২৫০তম উইকেট।

তামিমের ফেরার পর আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কেও ফিরিয়েছেন রোচ। বাউন্সার সামলাতে না পেরে ক্যাচ তুলে দেন স্লিপে থাকা জার্মেইন ব্ল্যাকউডের হাতে। জয়ের ফেরা ১৩ রান করে। এনামুল হক বিজয় নিজেকে প্রমাণ করতে ব্যর্থ আট বছর পর ফিরেও। মাত্র ৪ রান করে রোচের বলেই হয়েছেন এলবিডব্লু।

one pherma

মাত্র ৮.৫ ওভারে ৩ উইকেটে ৩২ রান তোলার পর নেমেছে ঝুম বৃষ্টি। ১০ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে সেইন্ট লুসিয়াতে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে ব্যাট করে ৪০৮ রানে থামে ক্যারিবীয়রা। বাংলাদেশের সামনে লিড ছুঁড়ে দেয় ১৭৪ রান।

ইবাংলা / জেএন / ২৭ জুন,২০২২

Contact Us