পদ্মা সেতুতে প্রথম দিন ২ কোটি টাকার বেশি টোল আদায়

ডেস্ক রিপোর্ট

পদ্মা সেতুতে যানবাহন চলাচলের প্রথম দিন ২ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। সোমবার (২৭ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

Islami Bank

বাসেক জানায়, পদ্মা সেতুতে প্রথমদিনে ৫১ হাজার ৩১৬টি গাড়ি পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে মাওয়া-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি গাড়ি এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। জাজিরা-প্রান্ত দিয়ে পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি গাড়ি এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, পদ্মা সেতু দিয়ে প্রতিদিন প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। সে তুলনায় সেতু দিয়ে প্রথম দিনে দ্বিগুণের বেশি যানবাহন চলেছে, যার ৬০ ভাগই মোটরসাইকেল।

এদিকে পদ্মা সেতুর খুলে দেওয়ার প্রথম দিনে (রোববার) ব্যাপক বিশৃঙ্খলায় দেখা দেয়। নিয়ম ভেঙে সেতুতে ছবি তোলা, টিকটক বানানো, নাটবল্টু খোলা, মূত্র বিসর্জন, টোল প্লাজার ব্যারিয়ার ভাঙন ও মালামাল-যন্ত্রপাতি চুরির মতো নানান ঘটনা ঘটেছে। এ ছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

one pherma

সেতুতে এমন বিশৃঙ্খলা দেখে নড়েচড়ে বসে কর্তৃৃপক্ষ। নির্দেশনা দেওয়া হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে চলবে না মোটরসাইকেল। ছবি তুললে গুনতে হবে জরিমানা। নিয়ম মানাতে সোমবার ভোর ৬টা থেকেই সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

নির্দেশনা মোতাবেক, সেতুতে কোন মোটরসাইকেল চলতে দেওয়া হচ্ছে না। এমনকি কাউকে পায়ে হেঁটেও পার হতে দেয়া হচ্ছে না সেতু। শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে পুলিশ।

ইবাংলা / জেএন / ২৭ জুন,২০২২

Contact Us