গাজীপুরে আটটি শিক্ষা প্রতিষ্ঠানে এমপি টুসীর বৃক্ষরোপন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করেছেন সংরক্ষিত মহিলা আসনের (৩১৪) সংসদ সদস্য অধ্যাপক রুমানা আলী টুসী। শুক্রবার (০১ জুলাই) জাতীয় বৃক্ষরোপন অভিযান ২০২২ উপলক্ষে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন তিনি।

Islami Bank

শ্রীপুরের পোতাবাড়িতে সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা কফিলউদ্দিন স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচির শুরু করেন। পরে সেখানে এ প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ সংরক্ষনে বৃক্ষরোপনের বিকল্প নেই।

তিনি আমাদের চারপাশে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, দৃষ্টিনন্দন রাখতে বেশি বেশি গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কফিলউদ্দিন। এছাড়াও তিনি রাজাবাড়ি নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

one pherma

গোসিংগাস্থ চাউবন সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষামাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাউরাইদ যুগীরশীট সরকারী প্রাথমিক বিদ্যালয়, তেলিহাটিতে আব্দুল আওয়াল ডিগ্রী কলেজ, শৈলাটে বড়চালা দাখিল মাদ্রাসা এবং তার মরহুম পিতা সাবেক প্রতিমন্ত্রী এড. রহমত আলীর প্রতিষ্ঠিত শ্রীপুর ভবনের চারপাশে বিভিন্ন জাতের বৃক্ষরোপন করেন। এসময় তার সাথে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইবাংলা / জেএন / ০১ জুলাই,২০২২

Contact Us