টাঙ্গাইল মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে পা‌নি‌তে ডুবে জিহাদ (১২) ও তানভীর (১১) নামে দুই শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (১ জুলাই) দুপুরে উপ‌জেলার আলোকদিয়া ইউ‌নিয়‌নের দ‌ক্ষিণ লাউফুলা গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

Islami Bank

জিহাদ উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা গ্রা‌মের প্রবাসী হাফিজুর রহমানের ছেলে এবং তানভীর একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তারা লাউ‌ফুলা এলাকায় আনোয়ারা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।

আলোকদিয়া ইউপি সদস্য নুরুল ইসলাম জানায়, সকালে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যায় লিমন, তানভীর ও জিহাদ। তাদের মধ্যে তানভীর ও জিহাদ পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। এ সময় অপর শিশু লিমন বাড়িতে গি‌য়ে তার পরিবারকে জানায়। প‌রে স্থানীয়রা ঘটনাস্থল থে‌কে দুই শিশু‌কে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তা‌দের মৃত ঘোষণা করেন।

one pherma

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়েছে।

ইবাংলা / জেএন / ০১ জুলাই,২০২২

Contact Us