বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আজ অনুষ্ঠিত হবে পঞ্চম বা শেষ ম্যাচ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।
৪ ম্যাচের মধ্যে এরই মধ্যে ৩ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তাই শেষ ম্যাচকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবেই দেখছে দল। তবে ছাড়া দিতে রাজি নয় মাহমুদুল্লাহরা।
আঙুলের পুরনো চোট বেড়ে যাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলছেন না সাকিব আল হাসান। গত দুই ম্যাচে উইকেটশূন্য থাকা সাকিবকে এখন মালিঙ্গার সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছুতে অপেক্ষা করতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
একইসাথে মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
শেষ ম্যাচে না খেললেও এখনই দেশ ছাড়ছেন না সাকিব। আইপিএল খেলতে তার দুবাই যাওয়ার কথা আরও দু-তিন দিন পর। এদিকে, আইপিএল ও বিশ্বকাপের কথা বিবেচনায় কাটার মাস্টার মুস্তাফিজকে রাখা হয়েছে বিশ্রামে। এরই মধ্যে হোটেল ছেড়েছেন দুই টাইগার আইকন।
আজ একাদশে সুযোগ পেতে পারেন পেসার শরিফুল ইসলাম। আর মুস্তাফিজুর রহমান না থাকায় একাদশে ফিরবেন তাসকিন আহমেদ।
ইবাংলা / ১০ সেপ্টেম্বর