আরো খেলোয়াড় দলে নিতে চায় প্যালেস ম্যানেজার

আন্তর্জাতিক ডেস্ক

দলকে শক্তিশালী করার লক্ষ্যে আরো খেলোয়াড় দলভূক্ত করার আগ্রহের কথা স্বীকার করেছেন ক্রিস্টাল প্যালেস ম্যানেজার প্যাট্রিক ভিয়েরা। এবারের মৌসুমে শীর্ষ ক্লাবগুলোর বিপক্ষে গত আসরের মতই লড়াই করেই নিজেদের অবস্থানে যেতে  চায় প্যালেস।

গত মৌসুমে ঈগলসরা ১২তম স্থানে থেকে প্রিমিয়ার লিগ মৌসুম শেষ করেছিল। ফরাসী কোচ ভিয়েরার অধীনে প্রথম বছরেই এফএ কাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করেছিল। এবারের মৌসুমে আরো ভাল করার লক্ষ্য নিয়ে দল মাঠে নামবে।

কিন্তু আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সাবেক তারকা ভিয়েরা জানিয়েছেন দক্ষিণ লন্ডনের ক্লাবটির ইউরোপীয়ান ফুটবলে খেলা এখনো সম্ভব নয়, এজন্য আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।
আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইনাইটেডের মোকাবেলা করবে প্যালেস।

আরও পড়ুন…অঘোষিত ফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড রববার

সেই ম্যাচের আগে ভিয়েরা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘না এখনো সেই সম্ভাবনা নেই। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া ও নিজ নিজ অবস্থানের উন্নতি করা। অবশ্যই গত মৌসুমের তুলনায় এবার আমরা আরো উপরে উঠতে চাই। আমি বিশ্বাস করি একটি দারুন মৌসুম কাটিয়েছি আমরা।

আর সে কারনেই উন্নতি পথটা খুঁজে পেয়েছি। এখনো আমাদের দলে বেশ কিছু পজিশনে খেলোয়াড়ের ঘাটতি রয়েছে। আশা করছি আসন্ন গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোটা ভালভাবে কাজে লাগাতে পারবো। অন্তত দুটি ভাল চুক্তির দিকে আমি তাকিয়ে আছি। এর ফলে ক্লাবের মূল লক্ষ্য অনেকটাই পূরণ হবে।’

ইতোমধ্যেই প্যালেস লেন্স থেকে মালি মিডফিল্ডার চেইক ডুকুরে, ওয়েস্ট ব্রুম থেকে ইংলিশ গোলরক্ষক স্যাম জনস্টোন ও ডার্বি স্ট্রাইকার ম্যালকম এবিওয়েইকে দলে ভিড়িয়েছে। এরপর কে আসতে পারেন এ ব্যপারে অবশ্য ভিয়েরা কোন ইঙ্গিত দেননি।

প্রাক-মৌসুম অস্ট্রেলিয়া সফরে মূল একাদশের বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড় আসেননি বলে ভিয়েরার কাজ কিছুটা হলেও কঠিন হয় গেছে। ২৬ জনের দলে মাত্র ১১ জন সিনিয়র খেলোয়াড় রয়েছে, বাকিরা সবাই তরুন।

লন্ডন থেকে দলের সাথে না আসা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন তারকা স্ট্রাইকার উইলফ্রিড জাহা, ক্রিস্টিয়ান বেনটেক, মার্ক গুয়েহি, এবেরেচি এজে ও চিয়েকু কুয়াটে। এদের মধ্যে কয়েকজন ফিটনেস ও কয়েকজন সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় এন্ট্রির শর্তাবলী পূরণ না হওয়ায় দলের সাথে যোগ দিতে পারেননি।

ভিয়েরা স্বীকার করেছেন দুটি ভিন্ন জায়গায় ভিন্ন দুটি দল নিয়ে মাঠে নামা সত্যিই কঠিন। এর প্রভাব মৌসুমের শুরুতে পড়তে পারে। আগামী মাসে আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ মিশন শুরু করতে যাচ্ছে প্যালেস।

ভিয়েরা বলেন, ‘এটা সত্যিই কঠিন ও একইসাথে চ্যালেঞ্জিং। কারন এর ফলে আমি খেলোয়াড়দের একসাথে কোন ম্যাচেই পাচ্ছিনা। প্রতি ম্যাচেই আমাকে সে কারনে পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে। খেলোয়াড়দের মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। কিন্তু এর মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। সবকিছুর পরেও গত মৌসুমের গতিটা ধরে রেখে এবার আরো ভাল করাই আমাদের সামনে এখন মূল চ্যালেঞ্জ।’

ইবাংলা/জেএন/১৮জুলাই,২০২২

Contact Us