অঘোষিত ফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড রববার

ডেস্ক রিপোর্ট

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ভারতীয় ক্রিকেট দল। প্রথম দুই ওয়ানডে শেষে সিরিজে ১-১ সমতা থাকায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

এই অঘোষিত ফাইনাল জিতে সিরিজ জিততে মরিয়া উভয় দলই। ম্যানচেষ্টারে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।সিরিজের প্রথম দুই ওয়ানডেতে দাপট দেখিয়েছে ভারতের পেসার জসপ্রিত বুমরাহ ও ইংল্যান্ডের পেসার রিট টপলি। প্রথম ম্যাচে ১৯ রানে ৬ উইকেট নেন বুমরাহ।

তার বোলিং নৈপুন্যে ১০ উইকেটে বিশাল জয়ে সিরিজ শুরু করেছিলো ভারত। দ্বিতীয় ম্যাচে ২৪ রানে ৬ উইকেট নিয়ে ১শ রানে ইংল্যান্ডের ম্যাচ জিততে ও সিরিজে সমতা ফেরাতে মূল কারিগর ছিলেন রিট টপলি।

আরও পড়ুন…অস্ট্রেলিয়ার বিশ্বকাপে টিকিট নিশ্চিত যে ১৬ দল

সিরিজ চলাকালীন, স্পটলাইটটা ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির দিকে। দ্বিতীয় ওয়ানডেতেও ব্যর্থ হলেন কোহলি। ৩টি চারে শুরু করার পরও ১৬ রানে থামতে হয় তাকে। প্রতি ম্যাচের পর কোহলিকে নিয়ে প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

তিনি বলেন, ‘আমি কিছুই বুঝতে পারছি না, কোহলিকে নিয়ে কেন এত কথা হচ্ছে। একজন আমাদের জন্য এত রান করেছে। তার ছন্দ নিয়ে এত কথার কি আছে! বিষয়টা আমি বুঝতেই পারছি না।’
তিনি আরও বলেন, ‘কোহলি উঁচু মানের ব্যাটার। দীর্ঘ দিন ধরে খেলছে। দলকে বহু ম্যাচ জিতিয়েছে।

তাকে কোনও বাড়তি আশ্বাস দেওয়ার থাকতে পারে না। তার খেলার মানের দিকে তাকান। সকলের জীবনেই খারাপ ছন্দ আসতে পারে। সে কত রান এবং কতগুলো শতরান করেছে, সেদিকে দেখতে হবে।’ রান না পেলেও কোহলিই বড় আতঙ্ক বলে জানালেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার।

আরও পড়ুন…এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফের সময় বাড়ল

তিনি বলেন, ‘কোহলি আমাদের সবার মতোই একজন মানুষ। কম রান করতেই পারে। তবে এটা অস্বীকার করার কোনও উপায় নেই, সে বিশ্বের সর্বকালের সেরা না হলেও, অন্যতম সেরা ক্রিকেটার। সে রান না পেলেও, তার দলে থাকা আমাদের জন্য আতঙ্কের।’

শেষ ম্যাচ নিয়ে ভারতের অধিনায়ক রোহিত বলেন, ‘আমরা শেষ ম্যাচেও জয়ের জন্যই মাঠে নামবো। সিরিজ জিতে এবারের ইংল্যান্ড সফর শেষ করতে চাই।’ ইংল্যান্ডের বাটলার বলেন, ‘প্রথম ম্যাচে ব্যাকফুটে চলে যাবার পরও, যেভাবে দল ঘুড়ে দাঁড়িয়েছে, তাতে আমি খুশি। শেষ ম্যাচ জয়ের আত্মবিশ^াস দলের সবার মধ্যেই আছে।’

এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৫টি ম্যাচ খেলেছে ভারত ও ইংল্যান্ড। ভারতের জয় ৫৬টিতে, ইংল্যান্ডের ৪৪টিতে। গত বছর ঘরের মাঠে সর্বশেষ হওয়া দ্বিপাক্ষীক সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিলো ভারত। আর ২০১৮ সালে ইংল্যান্ডের মাটিতে হওয়া তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো ভারত।

ইবাংলা/জেএন /১৬জুলাই,২০২২

Contact Us