তুরাগে মিলল শিক্ষার্থীর লাশ

ডেস্ক রিপোর্ট

ক্লাশে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে দু’দিন আগে নিখোঁজ হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজের বিন আলম (২৩)। সোমবার (২৫ জুলাই) সকালে গাজীপুর মহানগরের গাছা থানার পলাশোনা উত্তরপাড়ার পিবিসি ইট ভাটার পূর্ব পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ ফাঁড়ি পুলিশ।

Islami Bank

আরও পড়ুন…পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিহত মোয়াজের বিন আলম ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এফএ রেজাউল আলম হিরোর ছেলে।এ ঘটনায় সোমবার সকালে নিহত মোয়াজের বিন আলমের বাবা বাদী হয়ে গাজীপুর মহানগরের গাছা থানায় একটি মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ২৩ জুলাই শনিবার মোয়াজের বিন আলম ঢাকার নিজ বাসা থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ক্লাসের উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেননি।

এ ঘটনায় তার পরিবার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার সকালে পলাশোনার গুদারাঘাটের উত্তরে তুরাগ নদের পূর্বপাড়ের পাশে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

one pherma

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র মোয়াজের বিন আলম নিখোঁজের পর গত রোববার গাজীপুর মহানগরের বাসন থানার ইসলামপুর এলাকার তুরাগের পাড় থেকে ভিক্টিমের পরনের কাপড় উদ্ধার করা হয়। পরের দিন সোমবার সকালে পলাশোনা এলাকায় তুরাগের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন…হারানো ইমনকে মায়ের কাছে ফিরিয়ে দিলো ছাত্রলীগ

মরদেহ উদ্ধারের খবর পেয়ে মোয়াজের বিন আলমের বাবা ছেলের লাশ শনাক্ত করেন। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ইবাংলা/জেএন/২৬ জুলাই,২০২২

Contact Us