পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

পঞ্চগড়ের তেতুলিয়ায় পানিতে ডুবে মজিবর রহমান (৮) ও হাবিবা (৬) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন তেতুলিয়ার শালবাহান ইউনিয়নের খালপাড়া গ্রামের আব্দুল হান্নানের সন্তান। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন…বিশ্বে করোনায় আরও ১০৭১ মৃত্যু, কমেছে আক্রান্ত

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে আব্দুল হান্নান বাড়ি তৈরির জন্য শালবাহানের খালপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে নালাগছ এলাকায় ইট নিয়ে আসছিলেন। তার সঙ্গে মজিবর ও হাবিবা যাওয়ার জন্য বায়না ধরে। পরে দুই সন্তানকে সঙ্গে নিয়েই ইট আনা নেয়া করছিলেন।

একপর্যায়ে তিনি মজিবর ও হাবিবাকে পুকুরের পাড়ে রেখে পাশ্ববর্তী নতুন বাজার এলাকায় যান। পরে তিনি বাড়ি ফিরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরাসহ খোঁজাখুঁজি করতে থাকেন।

one pherma

এক পর্যায়ে তাদের পেতে মাইকিংয়ের প্রস্তুতি নেওয়া হয়। এ সময় এলাকাবাসীদের সন্দেহে পুকুরে খোঁজাখুজি শুরু করেন। পরে পুকুরে দুই ভাই-বোনের লাশ পাওয়া যায়।

আরও পড়ুন…নিজের মেয়েকে যৌন হয়রানি: বাবার বিরুদ্ধে মামলা

তেতুঁলিয়া মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ইবাংলা/জেএন/২৬ জুলাই,২০২২

Contact Us