আওয়ামী লীগ নেতা টিপু হত্যায় আরও ৩ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (টিপু) হত্যায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৩১ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Islami Bank

আরও পড়ুন…আওয়ামী লীগ নেতা টিপু হত্যায় আরও ৩ জন গ্রেপ্তার

গ্রেফতারকৃতরা হলেন মাহবুবুর রহমান টিটু, জুবের আলম খান রবিন, আরিফুর রহমান সোহেল। টিপুর হত্যার প্রধান সমন্বয়কারী সুমন শিকদার ওরফে মুসার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ মামলায় এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে টিপুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজছাত্রীও নিহত হন।

one pherma

আরও পড়ুন…এএসআইয়ের বিরুদ্ধে মাল ক্রোকের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

গুলিবিদ্ধ হন টিপুর গাড়িচালক মুন্নাও। এ ঘটনার পর টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন। যা এখনো আদালতে চলমানে এবং তদন্তাধীন আছে।

ইবাংলা/জেএন/৩১ জুলাই,২০২২

Contact Us