নতুন করে করোনায় ১৫ জন সংক্রমিত

ইবাংলা ডেস্ক

এখানে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে চট্টগ্রামে। সংক্রমণের হার ১০ দশমিক ৪৮ শতাংশ।

Islami Bank

এ সময়ে কোভিডে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে এ তথ্য জানা যায় ।

আরও পড়ুন…আওয়ামী লীগ নেতা টিপু হত্যায় আরও ৩ জন গ্রেপ্তার

প্রতিবেদনে দেখা যায়, নগরীর আট ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ১৫ জনের মধ্যে শহরের বাসিন্দা ৮ জন ও ছয় উপজেলার ৭ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ২ জন এবং রাউজান, চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ায় একজন করে রয়েছেন।

আরও পড়ুন…ভাতের হোটেল’ নিয়ে আসছেন নায়িকা শুভশ্রী

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৫১৭ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৬৭৯ জন ও গ্রামের ৩৪ হাজার ৮৩৮ জন।

one pherma

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে শহর ও গ্রামে কেউ মারা যাননি। এতে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এদের মধ্যে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

আরও পড়ুন…আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই: এনামুল হক শামীম

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, সরকারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে গতকাল ৪২ টি নমুনা পরীক্ষা করা হলে শহরের ৫ ও গ্রামের ২ টি নমুনায় করোনার জীবাণু পাওয়া যায়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ২ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের একজন আক্রান্ত বলে জানানো হয়।

আরও পড়ুন…বিদ্যুৎ সাশ্রয় নীতিকে সংকট বলে প্রচার করছে বিএনপি

বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৪৭ নমুনা পরীক্ষায় শহরের ৩ ও গ্রামের ৪ টির রেজাল্ট পজিটিভ হয়।

ইবাংলা/জেএন/৩১ জুলাই,২০২২

Contact Us