২৬ বাংলাদেশিকে হত্যা মামলায় ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

ডেস্ক প্রতিবেদন :

লিবিয়ায় পাচার হওয়া ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি। ২০২০ সালের ২৭শে মেসাহারা মরুভূমি অঞ্চলের মিজদায় একসঙ্গে ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

মানবপাচার আইনের মামলায় আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আছলাম আলী।

চার্জশিট আমলে নিয়ে এ মামলা থেকে পাঁচজনকে অব্যাহতি দেয় ঢাকার মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল। মামলাটি বিচার শুরুর অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর সাজ্জাদুল হক শিহাব।

গত বছরের ২৮শে মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হন আরও ১১ জন। এ ঘটনায় ২০২০ সালের ২রা জুন ৩৮ জনকে আসামি করে রাজধানীর পল্টন থানায় মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে এবং হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এ মামলার এজাহারে আসামি হিসেবে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।

ইবাংলা/ টিপি/১৪ সেপ্টেম্বর

Contact Us