রাজধানীর সবগুলো রোডেই গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া

ইবাংলা ডেস্ক

রাজধানীর সড়কে সকাল থেকে বাস চলাচল কম জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছেন না যাত্রীরা এবং বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে নির্ধারিত ভাড়ার চেয়েও ।

Islami Bank

শনিবার (৬ আগস্ট) সকালে বাসের অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় মিরপুর মাজার রোড ও টেকনিক্যাল মোড়ে। যাত্রীরা অনেকক্ষণ পর বাস এলে তাতে হুমড়ি খেয়ে পড়ছিলেন৷ কিন্তু আগে থেকেই যাত্রীতে পূর্ণ ছিল বাসগুলো। পাদানিতেও অনেক দাঁড়িয়ে ছিলেন বাসের।

আরও পড়ুন…ভাসানচর থেকে পালানো ৭ রোহিঙ্গা আটক

জ্বালানি তেলের নতুন দাম শুক্রবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে । মোটরসাইকেল চালকেরা আগের দামে তেল পেতে পেট্রল পাম্পে হুমড়ি খেয়ে পড়েন । নতুন রাস্তা, খুলনা, ৫ আগস্ট প্রতিদিন চলে ৬০টি বাস৷১০টি বাস চলছে আজ৷আগে বাসভাড়া ঠিক না করে তেলের দাম বাড়ানোতেই এই সমস্যা।

one pherma

পাম্পে গিয়েও তেল পাওয়া যাচ্ছে না৷ আজকের মধ্যে ভাড়া ঠিক না করা হলে যাত্রীদের সঙ্গে মারামারি লাগবে কাল রোববার বাসে বাসে । সোহরাওয়ার্দী হাসপাতালে যাওয়ার জন্য গাবতলীর বাসা থেকে বের হয়েছেন ৭৩ বছরের জয়নাল আবেদীন এবং সঙ্গে স্ত্রী সাথি আকতার। বাসা থেকে রিকশায় এসেছেন টেকনিক্যাল মোড় পর্যন্ত ৷পাচ্ছেন না বাস । দুজনের ভাড়া চেয়েছে ৬০ টাকা একটা বাসে। বর্তমানে এই দূরত্বের সরকারনির্ধারিত ভাড়া জনপ্রতি ১০ টাকা৷

আরও পড়ুন…কাবুলে বোমা হামলা,দায় স্বীকার আইএসআই এর

জয়নাল আবেদীন ইবাংলা কে বলেন, ‘কিছু টেস্টের রিপোর্ট দেখাতে যাব ডাক্তারকে ৷ কী বিপদে পড়লাম বের হয়ে! তিন গুণ ভাড়া চাচ্ছে বাসে এবং রাস্তায় বাসও নেই।’দীর্ঘ সময় পর টেকনিক্যাল মোড়ে মিরপুর চিড়িয়াখানা থেকে সদরঘাট পথে চলাচলকারী তানজিল পরিবহনের একটি বাস আসে৷ আগে থেকেই যাত্রী পাদানিতে দাঁড়ানো৷ তারপরও কয়েকজন ঠেলে ও ধাক্কা দিয়ে উঠে যান৷ চালকের সহকারী যাত্রীদের উদ্দেশে বলছিলেন, ‘ফার্মগেট ২৫, গুলিস্তান ৪০’। এই দূরত্বে ভাড়া নেওয়া হয়েছে ১৫ ও ২৫ টাকা গতকাল পর্যন্ত ৷

ইবাংলা/তরা/৬ আগষ্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us