কাবুলে বোমা হামলা,দায় স্বীকার আইএসআই এর

আন্তর্জাতিক ডেস্ক

কাবুলে আফগানিস্তানের রাজধানী ।এই এলাকার শিয়া অধ্যুষিত একটি আবাসিক এলাকায় বোমা হামলায় নিহত হয়েছেন ৮ জন ।এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) যা একটি জঙ্গিগোষ্ঠী।

Islami Bank

আরও পড়ুন…দুই দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ও চীনের পররাষ্ট্রমন্ত্রী
এ হামলার ঘটনা ঘটে শুক্রবার ।কাবুলের পুলিশ জানায়, হামলায় অন্তত নিহত হয়েছেন ৮ জন । আরও ১৮ জন আহত হয়েছেন ।আইএস এক বিবৃতিতে দাবি করেছে যে, অন্তত ২০ জনের মতো হতাহত হয়েছেন পশ্চিম কাবুলের হামলায় ।খালিদ জারদান যিনি পুলিশের মুখপাত্র তিনি বলেন,একটি জনবহুল স্থানে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ।তালেবানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে বোমা সবজির গাড়িতে রাখা হয়েছিল।৫০ জনের মতো বিস্ফোরণের কারণে হতাহত হয়েছে এবং অধিকাংশই নারী ও শিশু।

one pherma

আরও পড়ুন…মধ্যস্বত্বকারীদের থাবায় কুপোকাত রেমিট্যান্স যোদ্ধারা !
তিনি আরও বলেন, সম্ভাবনা রয়েছে নিহতদের সংখ্যা বাড়ার এবং আহত অধিকাংশেরই অবস্থা গুরুতর।আইএসের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন ২০১৪ সাল থেকে আফগানিস্তানে কাজ করছে । এ গোষ্ঠী এখন দেশটির জন্য বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে তালেবান গত বছরের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে ।সাম্প্রতিক সময়ে হওয়া অধিকাংশ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠীটি , শিয়া সম্প্রদায়ের ওপর হওয়া হামলাগুলোর বিশেষ করে।

ইবাংলা/তরা/৬আগষ্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us