নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় এক সন্তানের জননীকে এসিড নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ।
৮ আগস্ট, ২০২২ তারিখ দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা যায় যে নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ – উপজেলার জয়নগর গ্রামে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় বখাটে ছেলে কর্তৃক এক সন্তানের জননীকে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায়, ঘটনার শিকার এক সন্তানের জননী রত্না আক্তার ডিভোর্স প্রাপ্ত।
আরও পড়ুন…জাতির পিতার বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে বঙ্গমাতার রয়েছে অসাধারণ ভূমিকা
তিনি তার মেয়েকে নিয়ে ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে বাবা মুজিবুর রহমানের বাড়িতে বসবাস করে আসছিলেন। পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম পঙ্খী মিয়া বিয়ের জন্য প্রস্তাব নিয়ে তার বাড়িতে আসে। রত্না আক্তার ও তার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে।
বিয়ের প্রস্তাব প্রত্যাখানের পরও শফিকুল ইসলাম রাস্তা-ঘাটে রত্না আক্তারকে বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব প্রতিবারই প্রত্যাখান করায় একপর্যায়ে শফিকুল ক্ষিপ্ত হয়ে রত্না আক্তারকে প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি দেখায়।
ঘটনার দিন শফিকুল ঘরের পিছনের দরজা দিয়ে কৌশলে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় রত্না আক্তারকে এসিড নিক্ষেপ করে। তার চিৎকারে এলাকার আশপাশের লোকজন ছুটে এলে শফিকুল ইসলাম পল্লী মিয়া পালিয়ে যায়। পরে স্থানীয়রা রত্না আক্তারকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নরসিংদীর সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন…অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের পাশে এমপি একরাম
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এসিড নিক্ষেপের ঘটনা কিছুদিন কম ঘটলেও এ ধরণের সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। নারী ও কন্যা শিশুরা ঘরে-বাইরে নিরাপত্তা হুমকির সম্মুখীন, যা পরিবার-সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীর ইতিবাচক অংশগ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।
বাংলাদেশ মহিলা পরিষদ এসিড সন্ত্রাস নিয়ন্ত্রণে, এসিড জাতীয় দ্রব্যের অপব্যবহার রোধসহ এসিড নিয়ন্ত্রণ আইন ২০০২ (সংশোধিত ২০১০) ও এসিড অপরাধ দমন আইন ২০০০ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে। সেইসাথে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদ এসিড নিক্ষেপের ঘটনার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। সেই সাথে ঘটনার শিকার নারীর সুচিকিৎসা, নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছে। এবং এ ধরণের ঘটনা পুনরাবৃত্তিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আনুরোধ জানাচ্ছে।
ইবাংলা/জেএন/৮ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.