বগুড়ায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ১৫ আগষ্ট,২০২২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষ্যে (১৫ আগষ্ট ) সকাল ৮টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে এক শোক র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়াও শহরের সাতমাথায় মুজিব মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ও ম্যুরাল নির্মানের ভিত্ত প্রস্তর স্থাপন করেন, জেলা প্রশাসক জিয়াউল হক এবং বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ড: মকবুল হোসেন। সকাল ৭টায় বগুড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে অফিস চত্বরে বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতীয়, কালোপতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর এক শোক র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হবে।

ইবাংলা/জেএন/১৫ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us