হ্যাট্রিক জয়ের পথে জাষ্টিন ট্রুডোর লিবারেল

আন্তর্জাতিক ডেস্ক :

কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে ৩য় বারের মত সরকার গঠনের সুযোগ পেতে যাচ্ছে জাষ্টিন ট্রুডোর লিবারেল পার্টি। সোমবার (২০ সেপ্টেম্বর) ৪৪ তম পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়। ৩৩৮ টি আসনে ট্রুডোর লিবারেল পার্টির সাথে প্রতিদ্বন্দীতা করে ওটেলোর কনজারভেটিভ পার্টি ।

Islami Bank

১৫৬ টি আসনে জয়লাভ করে জাষ্টিন ট্রেডোর দল জয়ের পথে এগিয়ে আছেন। সংখ্যাগরিষ্টতা পেতে তাদের ১৭০ এর বেশি আসনে জিততে হবে। এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী কনজারভেটিভ পার্টি ১২২ টি আসনে জয় পেয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) ভোটগ্রহণ করা হয়েছে। করোনা মহামারির এ সময়কে গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের দু’বছর আগেই শুরু হয়েছে আগাম ভোট।

one pherma

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ট্রুডো বিবিসিকে বলেছেন, করোনার ক্ষত কাটিয়ে উঠতে আগামী দিনের পদক্ষেপ কী হবে তা বেছে নিতে দেশের মানুষের জন্য এ ভোটের আয়োজন করা হয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধার ও টিকা সংক্রান্ত নতুন পরিকল্পনা বাস্তবায়নে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিজ দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের তরুনদের কাছে জনপ্রিয় এ নেতা, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর পুত্র।

ইবাংলা/টিপি/২১ সেপ্টেম্বর

Contact Us