চাঞ্চল্যকর কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রার নূর মোহম্মদ শাহ হত্যা মামলার রায় ঘোষণা হল আজ। এ মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: সদর সাব-রেজিস্ট্রার অফিসের পিয়ন ফারুক হোসেন (৩৮), একই অফিসের নকলনবিশ কুমারখালী উপজেলার গাট্টিয়া গ্রামের সাইদুল ইসলাম (৩৭), মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন কামাল শেখ (৪০) ও কুমারখালীর বানিয়াপাড়া গ্রামের মশিউল আলম (৪০)।
যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মনোয়ার হোসেন ডাবলু(৩৮) কে। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তিনি এ রায় দেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসায় নুর মোহম্মদ শাহকে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
আসামিদের সঙ্গে তিনি নানা ধরনের লেনদেন করতেন। লেনদেনের সূত্র ধরে আসামিদের সঙ্গে গোলযোগের সৃষ্টি হলে তারা তাকে হত্যার সিদ্ধান্ত নেয়।
হত্যাকাণ্ডের পরদিন ৯ অক্টোবর নিহতের ছোটভাই কামরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা উল্লেখে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। গত বছর ২০ মে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
ইবাংলা/টিপি/২১ সেপ্টেম্বর