১৭ আগষ্টের সিরিজ বোমা হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

১৭ আগষ্টের সিরিজ বোমা হামলার প্রতিবাদ জানিয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার সময় শহরের শহীদ হাসান চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Islami Bank

জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।

one pherma

এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এর অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ শুরু হয়ে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয় এবং এখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইবাংলা/জেএন/১৭ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us