করোনা শূন্য দিন পার করলো চট্টগ্রাম

ইবাংলা প্রতিবেদন

এ নিয়ে চলতি মাসে দুই দিন করোনা শূন্য দিন পার করলো চট্টগ্রাম। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদন ও পূর্বের রেকর্ড যাচাই করলে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ও নগরীর সাত ল্যাবরেটরিতে গতকাল চট্টগ্রামের ৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

এতে শহর ও গ্রামে নতুন কোনো ভাইরাসবাহক শনাক্ত না হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৯৫ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৮১১ জন ও গ্রামের ৩৪ হাজার ৮৮৪ জন। জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এর মধ্যে ৭৩৭ জন শহরের ও ৬৩০ জন গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, কোভিডের চলমান ঢেউয়ে গতকালের আগে করোনাশূন্য ছিল ১৭ আগস্ট। ১৮ আগস্ট ৪ জন ভাইরাস বাহকের অস্তিত্ব মিলে। এদিন ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর সাত ল্যাব ও এন্টিজেন টেস্টে চট্টগ্রামের ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

ল্যাবভিত্তিক গতকালের রিপোর্টে দেখা যায়, বিআইটিআইডি’তে ১৪, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল)-এ ১, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৬, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৯, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭, এপিক হেলথ কেয়ারে ১২, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৪, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৮ এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ২ টি নমুনা পরীক্ষা করা হয়।

এদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ও ল্যাব এইডে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

নমুনা সংগ্রহের কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের কোনো নমুনা পাঠানো হয় না। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড টেস্ট বন্ধ রয়েছে।

ইবাংলা/জেএন/২১ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us