নতুন সময় সূচিতে শুরু হলো অফিস

নিজস্ব প্রতিবেদক

সরকার ঘোষিত নতুন সময় সূচিতে শুরু হয়েছে কর্মস্থলে আসা যাওয়া। বুধবার (২৪ আগস্ট) থেকে জ্বালানি সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে প্রবেশ সকাল ৮টা থেকে শুরু হয়ে বের হবেন বিকাল ৩টায় অর্থাৎ সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত অফিসের কার্যকম চলবে।ফলে সকাল ৭টা থেকেই অন্য দিনের তুলনায় রাস্তায় গাড়ি ও যাত্রীর চাপ লক্ষ করা গেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‌‘বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে, এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।’ ২৪ আগস্ট বুধবার সকালে সচিবালয়ে নিজ অফিসে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

সকাল সাড়ে ৭টায় অফিসের উদ্দেশে রওয়ানা দিয়েছেন কামাল হোসেন। তিনি বলেন, ‘আমাদের অফিস সকালে হওয়াতে ভালো হয়েছে। কারণ, ঢাকায় দিন যত বাড়ে রাস্তায় জ্যামও তত বাড়ে। আমি সরকারি একটি অফিসে চাকরি করি। বর্তমানে আমাদের কাজের চাপ বেশি। সকাল সকাল ভালো।’

আইরিন আক্তার। ব্যাংক কর্মকর্তা। তিনি বলেন, ‘আমাদের ব্যাংকসেবা আগে ১০টায় ছিল, এখন ৯টায়। ভালো হয়েছে বলবো। কিন্তু আমার স্বামী দেশে নেই। সকালে বাচ্চাকে স্কুলে রেখে অফিসে যেতাম, এখন যে কী হবে! যাইহোক, দেশের স্বার্থে মানিয়ে নিতে হবে।’

আরও পড়ুন… উন্নয়ণ প্রকল্পের বেশিরভাগ টাকা পরামর্শকের পকেটে

মিরপুর থেকে গুলিস্তানগামী বাসের হেলপার তারা মিয়া বলেন, ‘প্রতিদিনের তুলনায় আজ সকালেই রাস্তায় যাত্রী ও গাড়ি দুটিরই চাপ বেশি। নতুন সময়ে ভালো হলো না খারাপ, সেটা বুঝি না। যাত্রী যখন আসবে, তখনই কাজ করবো আমরা। মনে হয় এখন একসঙ্গে সব চাপ।’

প্রসঙ্গত, ২২ আগস্ট সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে অফিসের নতুন সময়সূচির কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন…কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে’

গণমাধ্যমকে সচিব বলেন, ‘২৪ আগস্ট থেকে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

সচিবালয়ের চিরচেনা রূপও বদলে গেছে আজ। সকাল নয়টায় অফিস শুরু হতো এত দিন । কিন্তু নতুন নিয়মে আজ ২৪ আগস্ট বুধবার সকাল আটটা থেকে অফিস শুরু হয়েছে। এ কারণে সকাল ৮টার আগে থেকেই সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদচারণা শুরু হয়।

আরও পড়ুন…বরগুনা জেনারেল হাসপাতালের ডাক্তার হলেও পরিচয় দেওয়া যাবে না

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য আজ থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল আটটা থেকে বেলা তিনটা। সাপ্তাহিক ছুটি এখনকার মতো শুক্র ও শনিবারই থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী অফিস চলবে। ২২ আগস্ট সোমবার এসব সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

আরও পড়ুন…আওয়ামী লীগের আগামী দিন পতনের দিন, আগামী সময় দুঃসময় : বিএনপির

এ ছাড়াও পরিবর্তন আনা হয়েছে ব্যাংকের সময়সূচিতেও । আজ ২৪ আগস্ট থেকে দেশের সব ব্যাংকের সময়সূচি সকাল নয়টা থেকে বেলা তিনটা। তবে লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কাজ করে বিকেল পাঁচটার মধ্যে সব কর্মকর্তা-কর্মচারী অফিস ছাড়বেন।

সকাল আটটার দিকে সচিবালয়ের ফটকের সামনে দেখা যায় অনেক গাড়ির সারি। কর্মকর্তা-কর্মচারীরা তাড়াহুড়া করে সচিবালয়ে ঢুকছিলেন। ফটকের সামনে সাংবাদিকেরা এসব দৃশ্য ধারণ করছিলেন।সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা এসেছেন। অনেকে আসছেন। দু-একজনের চেয়ার ফাঁকা দেখা যায়।

মন্ত্রণালয়টির এক চাকুরে জানালেন, তাঁর বাসা মিরপুরে। তিনি সরকারি বাসে আসা-যাওয়া করেন। আজ সকাল ৬টা ৫০ মিনিটে বাস ছাড়ে। সচিবালয়ে এসে পৌঁছান সকাল ৭টা ৫৫ মিনিটে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজমের দপ্তরে গিয়ে জানা গেল, তিনি অফিস করছেন।

ইবাংলা/তরা/২৪ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us