গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইবাংলা প্রতিবেদন

নওগাঁর সাপাহারে শামিমা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।নিহত শামিমা উপজেলার গোপালপুর গ্রামের মেহেদী হাসানের স্ত্রী।

Islami Bank

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১ টার দিকে শামিমা ঘুমাতে যান। পরেরদিন সকালে শামিমাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলা হয়। এ সময় পরিবারের লোকজন ফাঁস দেওয়া অবস্থায় শামিমার মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

one pherma

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইবাংলা/জেএন/২৫ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us