শিক্ষার্থীদের মাথার চুল কেটে দিলেন সহকারী প্রক্টর

নিজস্ব প্রতিবেদক :

১৬ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার প্রতিবাদে পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে । এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করে। এসময় পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

তারা অভিযুক্ত শিক্ষক- সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিনের অপসারণের দাবি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

লাঞ্ছিত কয়েকজন শিক্ষার্থী জানান, কয়েকদিন আগে ক্লাস চলাকালে ওই শিক্ষক তাদের চুল বড় রাখার বিষয়ে ছাত্রদের বকাঝকা করেন। তার ভয়ে সবাই পরদিনই চুল ছোট করে। কিন্তু তারপরেও পরীক্ষার হলে ঢোকার সময় আগে থেকেই দরজার সামনে কাচি হাতে দাঁড়িয়ে ছিলেন তিনি। যাদের চুল মুঠোর মধ্যে ধরা যায় এমন শিক্ষার্থীদেরকে মাথার সামনের দিকের বেশ খানিকটা চুল তিনি নিজ হাতে কাচি দিয়ে কেটে দেন।

এদিকে, অপমান সহ্য করতে না পেরে ২৭ সেপ্টেম্বর দিনগত রাতে নাজমুল হাসান তুহিন নামে এক শিক্ষার্থী অতিমাত্রার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিক্ষার্থী। এমন ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

টিপি

Contact Us