বোরকা পরায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হলের আবাসিকতার জন্য সাক্ষাৎকারে অংশ নেয়া এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে বোর্ডে থাকা এক শিক্ষিকার বিরুদ্ধে। গত মঙ্গলবার (২৩শে আগস্ট) হলের সিট বরাদ্দের জন্য সাক্ষাৎকার শেষে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী এক ছাত্রী। এছাড়া একাধিক ছাত্রীকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে (২৪ আগস্ট) বুধবার ফের ওই ছাত্রীকে প্রভোস্ট কার্যালয়ে ডেকে হেনস্তা ও হুমকি দেয়া হয়।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে শনিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ছাত্রী। অভিযুক্ত ওই শিক্ষিকার নাম মাহবুবা সিদ্দিকা। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক। এছাড়া তিনি খালেদা জিয়া হলের হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। বিষয়টি খালেদা জিয়া হলের হাউজ টিউটর নাজমুল হুদাকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে, গত মঙ্গলবার (২৩ আগস্ট) খালেদা জিয়া হলের আবাসিকতা প্রাপ্তির জন্য আবেদনকারী ছাত্রীদের সাক্ষাৎকার নেয় হল কর্তৃপক্ষ। এসময় বোরকা পরে ভাইবাতে অংশ ওই ছাত্রী। পরে তাকে নানা ভাবে হেনস্তা করা হয়। পরে ভুক্তভোগী ওই ছাত্রী তার আত্মীয় শাখা ছাত্রলীগের এক সাবেক নেতাকে বিষয়টি জানান। পরে তিনি শাখা ছাত্রলীগের কর্মী সাগরকে বিষয়টি অবহিত করেন। এ বিষয়ে সাগর মাহবুবা সিদ্দিকার সাথে যোগাযোগ করে ঐ শিক্ষার্থীকে হেনস্তা না করার জন্য অনুরোধ করেন।
পরে ২৪ আগস্ট হল প্রভোস্টের কার্যালয়ে ঐ ভুক্তভোগী ছাত্রীকে ডাকেন মাহবুবা সিদ্দিকা। ঐ ছাত্রী হল প্রভোস্টের কার্যালয়ে গেলে তাকে নানাভাবে হেনস্তা করেন ও হুমকি দেন মাহবুবা সিদ্দিকা। এসময় হল প্রভোস্ট প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী, হাউজ টিউটর নাজমুল হুদা ও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মেহেদী হাসান উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন…বঙ্গবন্ধু হত্যার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ঐ ছাত্রীকে হেনস্তা ও হুমকির সময় ভুক্তভোগীকে নানাভাবে শিবির প্রমাণের চেষ্টা করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর। এসময় সাগরের মাধ্যমে অনুরোধ করার বিষয়ে ক্ষিপ্ত হয়ে মাহবুবা সিদ্দিকা বলেন, ‘আমি রোকেয়া হল ছাত্রলীগের সহ সম্পাদক ছিলাম। চিনো তুমি আমারে? আমি কত পাওয়ার চালাইছিলাম তুমি জানো? তোমার এলাকার মেয়র টিটু ভাইকে চিনো? বইল্লা ঐখানে তোমারে পুইত্তা ফালামু। আমার বাড়ি কোথায় জানোস? আমার শশুরবাড়ী কোথায় জানস? আমার সাথে ফাইজলামি না? এলাকায়ও টিকতে পারবা না।’
ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, বিষয়টি নিয়ে আমার এলাকার বড়ভাই ম্যামের সাথে কথা বলেছেন। এজন্য তিনি আরো রেগে যান। পরে আমাকে ডেকে নানাভাবে হুমকি দেন। আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
শিক্ষার্থীকে হুমকির বিষয়ে সহকারী অধ্যাপক মাহবুবা সিদ্দিকা বলেন, বিষয়টি আংশিক সত্য, আংশিক মিথ্যা। শিক্ষকরা শিক্ষার্থীকে হুমকি দিতে পারে না, শাসন করতে পারে। তিনি আরও বলেন, ওই ছাত্রীকে পরেরবার ডাকা হয়েছে কারণ সে বাইরে গিয়ে আরেকটা ছাত্রলীগের ছেলের কাছে যখন গিয়ে বলেছে। আর সে আমার ছাত্রের মারফত আমাকে থ্রেট করেছে।
আরও পড়ুন…নোয়াখালীতে ৪ ডাকাত গ্রেফতার
তবে একই বিভাগের শিক্ষার্থী সাগর বলেন, আমি শুধু ম্যামকে ঐ মেয়ের বিষয়টা একটু ভেবে দেখার জন্য অনুরোধ করছিলাম। হুমকি দেয়ার কোন প্রশ্নই ওঠেনা। হল প্রভোস্ট প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী বলেন, হলের ৯০ শতাংশ ছাত্রী বোরকা পরে এ বিষয়ে আমাদের কোন বাঁধা নেই। একজন ছাত্রী ভুল করলে যেভাবে বোঝানো হয় সেভাবেই বুঝানো হয়েছে বলে জানি।
ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন বলেন, আজ অভিযোগ পত্রটি হাতে পেলাম। আগামীকাল শারীরিক শিক্ষা ও বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা রয়েছে। এজন্য একটু ব্যস্ততা রয়েছে। খুব শীঘ্রই এটা নিয়ে বসবো।প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি জেনেছি। ক্যাম্পাসের বাইরে থাকায় অভিযোগপত্রটি আজ গ্রহণ করতে পারিনি। কালকে অফিসে গিয়ে দেখবো।
ইবাংলা/জেএন/২৭ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.