নিষেধাজ্ঞা দিয়ে আবার নিজেরাই রাশিয়ার পণ্য কিনছে যুক্তরাষ্ট্র!
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বকে বোকা বানিয়ে নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ পণ্য কিনছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন বলছে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর প্রতিদিনই রাশিয়ার পণ্যবাহী জাহাজ ভিড়ছে যুক্তরাষ্ট্রের
কোনো না কোনো বন্দরে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করে প্রতিমাসে ১০০ কোটিরও বেশি মার্কিন ডলার আয় করছে রাশিয়া।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর জেরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে।
এমনকি কোনো দেশ রাশিয়া থেকে কিছু আমদানি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন চাপে অনেক দেশ আমদানি বন্ধ করে তীব্র খাদ্য ও জ্বালানি সঙ্কটে পড়ে। এরই মধ্যে ইউরোপের অনেক দেশে রেকর্ড পরিমাণে বেড়ে গেছে মূল্যস্ফীতি।
আরও পড়ুন…‘জোট ছাড়ার’ ঘোষণা জামায়াতের,আ.লীগ-বিএনপি এর প্রতিক্রিয়া
তবে, অনেকটা চুপিসারেই মস্কো থেকে নিজেদের পণ্য আমদানি অব্যাহত রেখেছে ওয়াশিংটন। এ যেন সর্ষের মধ্যেই ভূত। এক প্রতিবেদনে এপি জানায়, গেল ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়া অন্তত ৩ হাজার ৬০০টি পণ্যের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্রে।
এসব পণ্যের মধ্যে রয়েছে কাঠ, ধাতব পদার্থ, রাবার এবং অন্যান্য জিনিস।অবশ্য গেল বছরের একই সময়ে রাশিয়া থেকে ৬ হাজার চালান পাঠানো হয়েছিল।
২০২১ সালে রাশিয়া থেকে ২৬২.৬ মিলিয়ন ডলারের ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট সলিউশন ক্রয় করে যুক্তরাষ্ট্র। যুদ্ধের মধ্যেই প্রতিমাসে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠিয়ে ১০০ কোটিরও বেশি ডলার আয় করছে রাশিয়া।
আরও পড়ুন…গর্ভবর্তী মায়েদের চিকিৎসায় এগিয়ে যাচ্ছে চিন্তামন ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র
এপির প্রতিবেদনে আরও দাবি করা হয়, রাশিয়ার যে সমস্ত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে মস্কোর চেয়ে বেশি ক্ষতি হয়েছে ওয়াশিংটনের।
যুক্তরাষ্ট্রের কোনো কোনো আমদানিকারক হয়তো রুশ পণ্যের বিকল্প ব্যবস্থা করতে পেরেছেন, তবে অনেকেই তা পারেননি। আর তাই রাশিয়া থেকে প্রায় প্রতিদিনই মার্কিন বন্দরে ভিড় করছে পণ্যবাহী জাহাজ।
যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, আমদানি করা পণ্যের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
আরও পড়ুন…বাকশাল নিয়ে বিরোধীদের আয়নাবাজি
এর আগে সংবাদমাধ্যমকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছিলেন, রাশিয়ার কৃষি ও খাদ্য পণ্যের ওপর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। তবে পুতিন যতদিন ইউক্রেনে তার সামরিক অভিযান অব্যাহত রাখবেন ততদিন অন্যান্য নিষেধাজ্ঞা বজায় থাকবে।
ইবাংলা/তরা/২৯ আগস্ট ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.