জামায়াত পুত্র হাশেম রেজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

নব্য আওয়ামী লীগ নেতা জামায়াত পুত্র হাশেম রেজা কর্তৃক খুন, ঘুম, হত্যার হুমকীসহ বাড়িঘর ভাংচুর ও মিথ্যা মামলার ঘৃণ্য ষড়যন্ত্র, দস্যূপনা, কুট কৌশলের হাত থেকে বাঁচতে সাংবাদিক সম্মেলন করেছেন মোঃ আশরাফুল হক জাকির হোসেনের পরিবার

Islami Bank

শনিবার (৩ সেপ্টেম্বর) দর্শনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে মোঃ আশরাফুল হক জাকির বলেন, “আমি বাংলাদেশ সরকারের একাধিকবার স্বর্ণপদক পাওয়া কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির দুইবার নির্বাচিত সাবেক সেক্রেটারি (ম্যানেজার)।

কিছু দিন আগে উক্ত সমিতির উপদেষ্টা বলে দাবী করা কুড়ুলগাছি আনন্দ বাজার পাড়ার  জামায়াত নেতা মৃতঃ ছাব্দার মোল্লার পুত্র নব্য আওয়ামী লীগ নেতা মোঃ আবু হাশেম রেজা ওরফে হাশেম রেজা’র উপস্থিতিতে নবনির্বাচিত কমিটির সভাপতি ও ম্যানেজারকে দিয়ে বিপুল পরিমাণ ঋণের বোঝা দেখিয়ে আমার বিরুদ্ধে চলতি বছরের ৫ জুলাই একটি নোটিশ পাঠালে আমি আমার আইনজীবীর মাধ্যমে ১২ জুলাই নোটিশের জবাব নিশ্চিত করি। কিন্তু আবু হাশেম রেজা আমাকে ফাঁসাতে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হন।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

গত ৩০/০৭/২০২২ ইং তারিখ সকাল পৌণে ১১ টার দিকে ১০/১২ জন লোক এবং বেলা পৌণে ১২টার দিকে পুনরায় ১০/১২ জন লোকজনসহ তার লাইসেন্সকৃত বলে দাবী করা আগ্নেয়াস্ত্র নিয়ে আমার বসত বাড়িতে যায়, আমাকে বাড়িতে না পেয়ে আমার পরিবারের সদস্যদের বলে আসেন আমাকে পাইলে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে। ঘটনাটি জানার পর পরই আমি চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মহোদয়ে নিকট হাজির হইয়া একটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করি।

এদিকে গত ২ আগস্ট সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে ৬০/৭০ জনের একটি সংঘবদ্ধ দল আগ্নেয়াস্ত্র, লোহার রড, হাসুয়াসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা, ভাংচুর, নগদ টাকা লুটপাটসহ আমার স্ত্রীকে বিবস্ত্র করে মারধরসহ শ্লীলতাহানির করে।

শুধু তাইনা আমার ৬ বছরের শিশু কন্যাকে লাথি মেরে চটকিয়ে মুমূর্ষু করে ফেলে যায়, আমি প্রাণ ভয়ে পালিয়ে গেলে দর্শনা থানার পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আমার পরিবারের লোকজনকে উদ্ধার করে।

বিষয়টি নিয়ে আমি নিজে বাদী হয়ে ১৫ জনসহ অজ্ঞাত আরো ২০/২৫ জনের নামে ০২/০৮/২০২২ ইং তারিখে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করি। তারপরেও হুমকী ধামকী অব্যাহত থাকায় ০৩/০৮/২০২২ তারিখে চুয়াডাঙ্গা আদালতে আরেকটি মামলা দায়ের করি (তদন্তধীন আছে)।

one pherma

অপরদিকে গত ০৪/০৮/২০২২ ইং তারিখে আবু হাশের রেজার পক্ষে মোঃ জিল্লুর রহমান (মধু) দর্শনা থানায় একটি অভিযোগ দাখিল করেন। হাস্যকর উক্ত অভিযোগে ২টি মোবাইল নাম্বারে কথোপকথন উল্লেখ করে যে হত্যার পরিকল্পনা চেষ্টার ষড়যন্ত্রের কথা বলা হয়েছে উক্ত নাম্বার ২টির একটিও আমার না, এটা সম্পুর্ন মিথ্যা ও আমাকে ফাঁসানোর আরেকটি মনগড়া কুটকৌশল মাত্র।

আরও পড়ুন…ফের মিয়ানমারের যুদ্ধবিমানের ছোড়া ২ গোলা বাংলাদেশে

আবার গত ২৮/০৮/২০২২ ইং তারিখে হাশেম রেজা সম্পাদিত ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকায় ৭ মিনিটের মোবাইল কলে হাশেম রেজাকে হত্যার পরিকল্পনা ফাঁস এবং গত ০২/০৯/২০২২ ইং তারিখে হাশেম রেজা সম্পাদিত দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট পত্রিকায় ঐ একই ঘটনা মোবাইলে হত্যা ষড়যন্ত্র ফাঁস সংবাদ প্রকাশ করে, শুধু তাইনা, বিগত ২৫/৩০ বছর আগে কুড়ুলগাছিতে ১০টা হত্যা কান্ডের ঘটনার কোন বিচার হয়নি মর্মে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে সে সময় আমার বয়স ছিল আনুমানিক ৮/১০ বছর।

অপরদিকে দর্শনার ছাত্রলীগের কর্মী হত্যার সাথে আমার সম্পৃক্ততার কথা বলা হচ্ছে ও আমাকে জামায়াতের নেতা বলা হয়েছে যা সম্পুর্ন মিথ্যা, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং বহু আগেই কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যয়ন পত্র প্রাপ্ত একজন কর্মী। এই মিথ্যা মনগড়া উদ্দেশ্য প্রনোদিত সংবাদের আমি তীব্র প্রতিবাদ করছি।

এদিকে গত ২৯ আগস্ট আমাকে ঢাকা জজ কোর্ট চেম্বার উকিলের মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। উক্ত নোটিশে তার মক্কেল আবু হাশেম রেজার শিক্ষাগত যোগ্যতার যে বিষয়ে আমাকে নোটিশ প্রদান করেছেন, এটাও সম্পুর্ণ উদ্দেশ্য প্রনোদিত। আমি আদতেও তার মক্কেল আবু হাশেম রেজার শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোন অভিযোগ দাখিল করিনি।

অতএব জাতির বিবেক সাংবাদিকদের মধ্যমে আমি ও আমার পরিবারকে বাঁচাতে, এবং আবু হাশেম রেজার মনগড়া কার্যকলাপ থেকে এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হাত থেকে বাঁচতে সাংবাদিক সমাজের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে সঠিক তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়ার জন্য আকুল আবেদন করছি”।

ইবাংলা/জেএন/৩সেপ্টেম্বর,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us