বিক্রিকালে ৯ শতাধিক ইয়াবাসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার থেকে ৯০২ পিস ইয়াবা ও ১ টি মোবাইল জব্দ করা হয়।
আটককৃত মো. আরিফ (৩২) উপজেলার মধ্যম লক্ষিদিয়া গ্রামের মো.ইব্রাহিমের ছেলে।

Islami Bank

গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব লক্ষিদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আর পড়ুন…বায়রা নির্বাচনে এগিয়ে সম্মিলিত ঐক্য পরিষদ
হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

one pherma

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব লক্ষিদিয়া গ্রামে অভিযান চালায় হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশনের একটি দল। এসময় ইয়াবা বিক্রিকালে ৯০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আরিফকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারিকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য।

ইবাংলা/বায়েজীদ/৪ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us