বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের মধুপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।গতকাল মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সরোয়ার আলম খান আবু।উপজেলা পরিষদ হল রুমে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সরোয়ার আলম খান আবু,মধুপুর উপজেলা আ’লীগের সভাপতি খ. শফিউদ্দিন মনি, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শরীফ আহমেদ নাসির,মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নক রেক, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক। স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ মেলা চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
ইবাংলা/জেএন/০৬ সেপ্টেম্বর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.