দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী কিশোর নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদরে দাইনুড় সীমান্তে ভারতীয় হরিহরপুর, তেলিয়াপাড়ার কাছে মিনারুল ইসলাম,মিনার (১৬) নামে এক বাংলাদেশী কিশোরকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বিএসএফ। ৭ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টায় এই ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন…প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরগার পরিদর্শন বইয়ে যা লিখেছেন

নিহত কিশোর মিনারুল ইসলাম, মিনার সদরের খানপুর ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সীমান্তের ৩১৪/সিএস নং পিলারের কাছে নিহতের লাশ পাওয়া যায়।

এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা গেছে, নিহত কিশোরসহ সাগর (২০) ও এমদাদুল (২৫) নামে আরও দুই জন যুবক একত্রে রাতের বেলা কচ্ছপের শুটকি আনতে সীমান্তের কাঁটাতারের বেড়ার নিকটবর্তী হলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই মিনার নিহত হয়। দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সদরের কমলপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহমান জানান, সীমান্তের ওপারে ভারত এলাকায় বসবাসকারী আমাদের আত্মীয়ের মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন, বুধবার রাত আনুমানিক ১০টায় তারা গোলাগুলির শব্দ শুনতে পায়। তারা জানায়, সীমান্তে আমরা গুলির শব্দ শুনতে পেয়েছি।

সম্ভবত কেউ মারা গেছে, তোমরা খবর নাও। স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান জানান, সকালে স্থানীয় লোকজন আমাকে ফোনে ঘটনাটি জানান। নিহত মিনারের সাথে একই ইউনিয়নের খানপুর খুদিহাইর এলাকার আব্দুল আজিজের ছেলে এমদাদুল (২৮) ও একই এলাকার সালমান শাহ’র ছেলে সাগর (২০) ছিলো বলে জানতে পেরেছি।

স্থানীয়রা বলছেন, আহতরা বিএসএফর অধীনে ভারতে চিকিৎসা নিচ্ছে। তারাও বর্তমানে নিখোঁজ রয়েছে। লাশ উদ্ধার করার জন্য বিএসএফ’র সাথে স্থানীয় বিজিবি যোগাযোগ করছেন। আইনী পদক্ষেপ শেষে লাশ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন…সিরাজগঞ্জ বজ্রপাতে নিহত ৫ কৃষক

দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আকতার হোসেন জানান, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। তবে পতাকা বৈঠক হবেনা। মরদেহ ভারতের গঙ্গারামপুর থানায় নেওয়া হচ্ছে। সেখানে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে বিজিবির মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।

ইবাংলা/জেএন/ ৮ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us