বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশীপ ক্রিকেটের তৃতীয় আসরে দ্বিতীয় ম্যাচের জয়লাভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিকে ৫৮ রানে হারিয়ে বিশাল ব্যবধানের জয় পেয়েছে দলটি।
শনিবার (১৭ সেপ্টেম্বর) গ্রীন ইউনিভার্সিটির মাঠে দিনের ৩য় ম্যাচে ও নিজেদের ২য় ম্যাচে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মুখোমুখি হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের ক্যাপ্টেন আহমেদ আমান আবির। নির্ধারিত ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৯৫ রান করে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জবির পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন আবির। মাত্র ১৫ বলে ৩ ছয় ও ১ চারের ঝড়ো ইনিংসে ৩২ রান করতে সমর্থ হন তিনি। এ সময় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন খায়ের।
আরোও পড়ুন…তিন পেরিয়ে উদ্যোক্তা ইরার কাঠপোকা
৯৬ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে, ব্যাটিং করতে নেমে জবির বোলার হুদা ও ফয়সাল ও বননালী বর্মনের ঘূর্ণিতে নির্ধারিত ১০ ওভার শেষে ৯ উইকেটে মাত্র ৩৭ রান করে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। ফলে ৫৮ রানের এক বিশাল ব্যবধানে জয়লাভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে হুদা ৩টি, ফয়সাল ২টি ও বনমালী ১টি উইকেট শিকার করেন।
এর আগে ১৪ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ না আসায় জয়ী হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামীকাল (রবিবার) নিজেদের তৃতীয় ম্যাচে একই ভেন্যুতে মাঠে নামবে দলটি।
ইবাংলা/আরএস/১৭ সেপ্টেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.