পুকুর ভরাট করে ভবন নির্মাণ, ৭ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

পুকুর ভরাট করে ভবন নির্মাণ, ৭ জনের নামে মামলা চট্টগ্রাম নগরের নাজিরপাড়া পশ্চিম ষোলশহর এলাকায় অনুমোদন ছাড়া পুকুর ভরাটের দায়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২১ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন।

Islami Bank

আরও পড়ুন…ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে ৬ হাজার সৈন্য নিহত

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, ঘটনাস্থল পরিদর্শনকালে দেখা যায়, স্থানটিতে একটি আবাসিক ভবনের নির্মাণ কাজ চলমান। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটি দশতলা আবাসিক ভবনের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে, পুকুর ভরাট করে ভবনটির নির্মাণ কাজ চলমান। পুকুর ভরাটের জন্য সরকারের কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি। এ ছাড়া বহুতল ভবনটির জন্য পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নেওয়া হয়নি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই স্থানে একসময় পুকুর ছিল। বর্তমানে পুকুরের কোনো অস্তিত্ব নেই। পুকুরটি সম্পূর্ণরূপে ভরাট করে বহুতল ভবনের নির্মাণকাজ চলছে।

one pherma

আরও পড়ুন…ভাতের হোটেল খুলেছেন শুভশ্রী গাঙ্গুলি!

হিল্লোল বিশ্বাস বলেন, ১৬ সেপ্টেম্বর ঘটনাস্থল পরিদর্শন শেষে আজ শুনানির নোটিশ দেওয়া হয়। শুনানিতে বিবাদীদের পক্ষে বিকাশ দাশ ও মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন। শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বন্ধ রেখে ওয়াশিং কার্যক্রম চালানোর দায়ে চৌমুহনী এলাকার সান ওয়াশিং নামের একটি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার ৭৩৮ টাকা জরিমানা করা হয়।

ইবাংলা/জেএন/২১ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us