বান্দরবানে দুই বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষন মামলায় এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।রবিবার বেলা ১১টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষনা করেন।
আরও পড়ুন…নোয়াখালীতে চকলেটের প্রলোভনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার-১
আদালত সুত্রে জানা যায়,মামলার আসামী শফিউল আলম গত ২৯/২/২০২১ সালে বাদী মোঃ দেলোয়ার হোসেনের দুবছর বয়সী শিশু কন্যাকে আসামীর বাড়া বাসায় ধর্ষন করে। এঘটনার পর ধর্ষনে স্বীকার শিশু কন্যা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ধর্ষনের স্বীকার শিশুর বাবা মোঃ দেলোয়ার হেসেন বাদী হয়ে ধর্ষক শফিউলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
এমামলায় পুলিশ আসামী শফিউলের বিরুদ্ধে চুড়ান্ত প্রতিবেদন দাখিলের পরে আদালত ১১ জনের স্বাক্ষ গ্রহন শেষে আসামীর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানীত হওয়ায় আসামী শফিউলকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ এক টাকা অর্থদন্ডে দন্ডিত করে। রায় ঘোষনার সময় দন্ডিত আসামী শফিউল আদালতে উপস্থিত ছিলেন।
ইবাংলা/জেএন/২৫সেপ্টেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.